ভালো থাকার পথ কেউ কাউকে দেখাতে পারে না। কারণ প্রত্যেক মানুষ স্বতন্ত্র। তবে এন্টিবায়োটিক চিকিৎসার প্রয়োজন মাঝে মাঝে হয়ে থাকে। চিকিৎসা তো চিকিৎসা। জীবন যাপনের একটি উপায় মাত্র।
দেখানো পথে চলা মানে অন্যের চোখে পৃথিবীর সৌন্দর্য দেখা। কিন্তু ভগবান তো আমাদের চোখ দিয়েছেন নিজ থেকে দেখার জন্য।
কোনো ভুল যখন নিজ থেকে ধরা দেয় তখন তা আর ভুল থাকে না, ভুলটি শুদ্ধতার পথে এগিয়ে যায়। আর কোনো ভুল যখন অন্যের সাহায্যে ধরা পড়ে তখন তাতে থাকে সংশয়।
নদী যেমন স্রোতের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যায় প্রতিটি জীবিত মন বাস্তবতার স্রোতে ভেসে ভেসে চলে। যাকে অনেকে কল্পনা বলে, আবেগ বলে আমি তাকে বলি বাস্তব; অনেকে যাকে বাস্তবতা বলে তাতে আমার সন্দেহ হয়।
পৃথিবীর সব চেয়ে শক্তিশালী শক্তি মধ্যাকর্ষণ। মানুষ সেই শক্তি ভেদ করে বড় হয়। মানুষ প্রকৃতির উপর রাজত্ব করে, অথবা প্রকৃতি মানুষের রাজত্ব মেনে নেয়। মানুষকে তাই প্রথমে জানতে হবে সে মানুষ। তাহলে মানবীয় শুদ্ধতা তার মাঝে প্রাকৃতিকভাবে চলে আসবে।হেছা পানি দিয়ে পা ধৌত করাই কষ্টের, কৃষি জমি আবাদ করা তো অনেক দূরের কথা।
দেখানো পথে চলা মানে অন্যের চোখে পৃথিবীর সৌন্দর্য দেখা। কিন্তু ভগবান তো আমাদের চোখ দিয়েছেন নিজ থেকে দেখার জন্য।
কোনো ভুল যখন নিজ থেকে ধরা দেয় তখন তা আর ভুল থাকে না, ভুলটি শুদ্ধতার পথে এগিয়ে যায়। আর কোনো ভুল যখন অন্যের সাহায্যে ধরা পড়ে তখন তাতে থাকে সংশয়।
নদী যেমন স্রোতের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যায় প্রতিটি জীবিত মন বাস্তবতার স্রোতে ভেসে ভেসে চলে। যাকে অনেকে কল্পনা বলে, আবেগ বলে আমি তাকে বলি বাস্তব; অনেকে যাকে বাস্তবতা বলে তাতে আমার সন্দেহ হয়।
পৃথিবীর সব চেয়ে শক্তিশালী শক্তি মধ্যাকর্ষণ। মানুষ সেই শক্তি ভেদ করে বড় হয়। মানুষ প্রকৃতির উপর রাজত্ব করে, অথবা প্রকৃতি মানুষের রাজত্ব মেনে নেয়। মানুষকে তাই প্রথমে জানতে হবে সে মানুষ। তাহলে মানবীয় শুদ্ধতা তার মাঝে প্রাকৃতিকভাবে চলে আসবে।হেছা পানি দিয়ে পা ধৌত করাই কষ্টের, কৃষি জমি আবাদ করা তো অনেক দূরের কথা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন