রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬

প্রেম ছিল

প্রেম ছিল বিশ্বাসের মাখন
প্রেম ছিল ধবধবে সাদা হৃদয়ের আঁচল
প্রেম ছিল তেলেভাজা সরপুঁটি মাছ
প্রেম ছিল ভোর রাতের সত্য স্বপ্ন
প্রেম ছিল মুয়াজ্জেনের আসসালাতু খাইরুম মিনান নাউম
প্রেম ছিল বুদ্ধং শরণং গচ্ছামি
প্রেম ছিল নারায়ণং সমস্কৃত্যং নবৈষ্ণব নরোত্তমম
প্রেম ছিল শিশুর তুলতুলে মুখ
প্রেম ছিল সৈনিকের নিষ্পাপ সাহস
প্রেম ছিল গোধূলির লাল রঙের সুর
প্রেম ছিল কৃষকের নুরানি হাওয়া ভোর
প্রেম ছিল কিশোরীর নতুন চরমুখ
প্রেম ছিল বাসরঘরে পায়রা পায়রা সুখ
প্রেম ছিল স্কুলের প্রথম পাস
প্রেম ছিল সন্ধ্যার চুঁইচুঁই হাঁস


প্রেম এখন ছুরি-কাঁচি সন্ধ্যাডাকাত
রোজ নামে যুদ্ধ, ট্রু ম্যান ফ্যালাসি বিধ্বস্ত প্রভাত 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন