নীলঘর থেকে বের হয়ে আসা একটি রোড -- ফুলার রোড। তার দুইপাশে নগর। নগর ছিঁড়ে পিঁপড়াপায়ে হেঁটে চলে তার কলাপাতামুখ। প্রেমিকার মুখে যত অভিনয়ের কথা ফুলার রোডে ততই জীবনানন্দ ব্যথা। প্রেমিক আলোভরা কণ্ঠে প্রেমিকার চোখে রোপণ করে মাগরিব সন্ধ্যা-- সব কিছুই ডেমোগ্রাফিক --টুকরো টুকরো বায়না, নাগরিক চোখে প্রেমিকার আয়না কিংবা মধ্যরাতের হল পলাতক কোনো উন্মাদনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন