শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬

জীবন

অনেক ভালো থাকো তুমি আকাশের তারা। আমি শুয়ে শুয়ে রোজ দেখি জীবননদীর ধারা। একবার তাকাই আকাশে, আরেকবার ভেতরে, নিজের কয়েকশো কিলোমিটার ভেতরে। যত গভীরে যাই ততই নির্ধারিত নিরর্থকতা। কত কথা জমা থাকে ভাসমান লিয়ারে, ভাসমান কথার উপরিভাগে জীবননদীর ধারা, শুয়ে শুয়ে রোজ দেখি দূর আকাশের তারা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন