একটি ব্যক্তিগত নদীর মালিক হওয়া যেখানে স্রোত আসবে প্রেমের মতো, নদীর চারদিকে থাকবে গন্ধম ফুলের কলকাকলি, আর আমার প্রজাপতির আলস্য দুষ্টুমি ... একটি সুখ একমাত্র সুর হয়ে গান করবে পোষা বাতাসের ডালে...তারপর নদী ও জলের ভরাট কণ্ঠে মিয়া তান সেনের মল্লার রাগে বৃষ্টির ঝিরিঝিরি হাওয়া কইবে কথা আপন মনে আমাদের খুচরো চাওয়ার গোপন দেশে ....
মেট্রোপলিটন রোগ তুমি ভালো থাকো অনাদরে ....
মেট্রোপলিটন রোগ তুমি ভালো থাকো অনাদরে ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন