বর্ষার কুমন্ত্রণায় আমার বেল্টযুক্ত জুতাটি আমাকে রক্তাক্ত করতো। জুতাটিকে আমি ছুড়ে ফেলে দিতে পারতাম। ফেলে দেইনি। সংরক্ষণ করেছি।
বর্ষা শেষ। এখন শীতকাল। শীতকাল বসন্তের প্রতিবেশী। তাই শীতকালের মন ফ্রেশ। কাউকে সে কুমন্ত্রণা দেয় না।
এখন জুতাটি আবার ব্যবহার করছি। বেশ আরাম, বেশ আরাম!
বর্ষা শেষ। এখন শীতকাল। শীতকাল বসন্তের প্রতিবেশী। তাই শীতকালের মন ফ্রেশ। কাউকে সে কুমন্ত্রণা দেয় না।
এখন জুতাটি আবার ব্যবহার করছি। বেশ আরাম, বেশ আরাম!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন