সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬

জেলে

পদ্মা নদীর মাঝি উপন্যাসে গণেশ, কুবের একটু পরে পরে হাঁক তুলে, একটু পরে পরে জানতে চায় মাছ জালে ধরা দিয়েছে কিনা।

The Old Man And The Sea উপন্যাসে সান্তিয়াগো বার বার জালের দিকে দৃষ্টি রাখে। তাঁর মন জানতে চায় কবে ধরা দিবে সেই কাঙ্খিত মাছ।

তিতাস একটি নদীর নাম উপন্যাসে গাবরদের ব্যস্ততা জাল আর মাছ নিয়ে।

আধুনিক যুগে কুবের, গণেশ, সান্তিয়াগো, মালু জেলের হাঁকডাক নেই, হাঁকডাক আছে ফেইসবুকজেলেদের।

ফেইসবুকজেলে একটু পরে পরে নোটিফিকেশনজালে চোখ রাখে, জানতে চায় কোনো কমেন্ট কিংবা লাইকমাছ ধরা পরেছে কিনা তার নোটিফিকেশনজালে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন