আকাশ থেকে নেমে আসে বিশ্বাস
স্বং বিশ্বাস নয়, বিশ্বাসের ফটোকপি
বালুর বাড়িতে শেকড়ায়িত প্রশান্তির অন্ধকার
রূপরাজ্যের দৈত্য হয়ে গেল বিশ্বাসের হাতিয়ার
সময় সম্ভাবনাময়। সম্ভাবনার গর্ভে সংকট। সময়, সম্ভাবনা,স্পেসের বাইরে এক শুন্য জীবন। শুন্যতার সাথে সম্ভাবনার রিয়েল সম্পর্ক। যে সত্তা শুন্যতার চর্চা করে সেই মূলত স্বাপ্নিক, বাস্তবিক কিউপিড। সূর্যের মানুষ পৃথিবীর খোঁজ পায়না, পৃথিবীর মানুষ সূর্যকে আগুনের বল মনে করে। সময় গাধার মতো বহন করে আবর্তনের ঠেলাগাড়ি। বহন করতে পারেনা আমাকে, বহনযোগ্য নয় আমার ভেতরের জমাটবদ্ধ সময়সীমা। চিরদিনের উল্টো-পাল্টা আমি গড়ি ডানপিটে গুজরাট নগর, পবিত্র শহর। বিশ্বাসের তেলে সেদ্ধ করি তৈরিকরা থিউরি; সত্য নহে, মিথ্যা নয়, হুজুগে বাগান।
স্বং বিশ্বাস নয়, বিশ্বাসের ফটোকপি
বালুর বাড়িতে শেকড়ায়িত প্রশান্তির অন্ধকার
রূপরাজ্যের দৈত্য হয়ে গেল বিশ্বাসের হাতিয়ার
সময় সম্ভাবনাময়। সম্ভাবনার গর্ভে সংকট। সময়, সম্ভাবনা,স্পেসের বাইরে এক শুন্য জীবন। শুন্যতার সাথে সম্ভাবনার রিয়েল সম্পর্ক। যে সত্তা শুন্যতার চর্চা করে সেই মূলত স্বাপ্নিক, বাস্তবিক কিউপিড। সূর্যের মানুষ পৃথিবীর খোঁজ পায়না, পৃথিবীর মানুষ সূর্যকে আগুনের বল মনে করে। সময় গাধার মতো বহন করে আবর্তনের ঠেলাগাড়ি। বহন করতে পারেনা আমাকে, বহনযোগ্য নয় আমার ভেতরের জমাটবদ্ধ সময়সীমা। চিরদিনের উল্টো-পাল্টা আমি গড়ি ডানপিটে গুজরাট নগর, পবিত্র শহর। বিশ্বাসের তেলে সেদ্ধ করি তৈরিকরা থিউরি; সত্য নহে, মিথ্যা নয়, হুজুগে বাগান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন