বুধবার, ৫ নভেম্বর, ২০১৪

শ্রুতি

শুনে শুনে জ্ঞানী হওয়ার প্রবনতা মানুষের সহজাত তবে প্রমিত নয়।
মানুষ, বিশেষ করে ভারতবর্ষের মানুষ রটনাকে[প্রবাদবাক্য~ যা রটে তা কিছু হলেও ঘটে] ঘটনা হিসাবে চালিয়ে দিয়ে বেশ আরামবোধ করে।
শুধু কী চালিয়ে দেওয়া?
একেবারে সভা, সমিতি, মহাসমাবেশ আয়োজনের মেলা চলে!
অথচ গঙ্গার জল অনেক গড়িয়ে যাওয়ার পর প্রমান হয় কান মাথার সাথেই আছে চিলও আকাশের বাতাসে।

Man wants to be a intellectual on listening by born but not the expression of the ability.
Man, specially the man of the Indian  subcontinent used to have the propaganda as the original copy of the incident (Proverb ~ It's may occurred at least a little what is aired).
Is it limited up to airing?
Propaganda is used to make a huge procession, conflict, projection of rustic task and so on. At the margin of brimful sequence concluded that the ear is yes with head and the kite is yes in the sky.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন