চিরচেনা জনপ্রিয়তার নগর
গাণিতিক হিসাবে ঠাসা
দৃষ্টির প্রদীপ ফেলে জ্বলে না লাল নীল দীপাবলী
ঢের ভালো,
মোটা চালের গন্ধে ধানখেতের পাশ দিয়ে হাঁটা
বটতলার উদাস দ্বীপে নিঝুম ভাতঘুম
আকাশছাদের চা স্টলে ভবিষ্যৎহীন কথা
যদি জানতুম
সফল হতে গেলে বিফলতার পথ রুদ্ধ হয়ে যায়
বাতাসও গ্রহণ করেনা দীর্ঘশ্বাসের ভার
প্রচলিত রোদ শুকায় না শরীরের ভেজা জল
দূর থেকে সেলাম দিতাম নগর তোমায়
তোমার কীর্ত্তন শুনেই মুগ্ধ থাকতাম
পেন্সিলে আঁকা স্বপ্নে তোমাকে দেখতে আসতাম
অথচ আসতাম হয়ে গেল আসা, স্বপ্ন হয়ে গেল বাস্তব
হে আমার লাগামহীন স্বপ্ন
তুমি একবেলা নিষ্ঠুর হও
স্রোতের গতি থেকে নির্জন ফুসরত চাই, জ্যামিতিক নির্জন
যেতে চাই কোলাহল থেকে শারীরিক দূরে
জীবন যেখানে জলের মতো চলে
গাণিতিক হিসাবে ঠাসা
দৃষ্টির প্রদীপ ফেলে জ্বলে না লাল নীল দীপাবলী
ঢের ভালো,
মোটা চালের গন্ধে ধানখেতের পাশ দিয়ে হাঁটা
বটতলার উদাস দ্বীপে নিঝুম ভাতঘুম
আকাশছাদের চা স্টলে ভবিষ্যৎহীন কথা
যদি জানতুম
সফল হতে গেলে বিফলতার পথ রুদ্ধ হয়ে যায়
বাতাসও গ্রহণ করেনা দীর্ঘশ্বাসের ভার
প্রচলিত রোদ শুকায় না শরীরের ভেজা জল
দূর থেকে সেলাম দিতাম নগর তোমায়
তোমার কীর্ত্তন শুনেই মুগ্ধ থাকতাম
পেন্সিলে আঁকা স্বপ্নে তোমাকে দেখতে আসতাম
অথচ আসতাম হয়ে গেল আসা, স্বপ্ন হয়ে গেল বাস্তব
হে আমার লাগামহীন স্বপ্ন
তুমি একবেলা নিষ্ঠুর হও
স্রোতের গতি থেকে নির্জন ফুসরত চাই, জ্যামিতিক নির্জন
যেতে চাই কোলাহল থেকে শারীরিক দূরে
জীবন যেখানে জলের মতো চলে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন