পড়শির বাড়ি থেকে উঠে আসা সন্ধ্যা
আমাকে এফোঁড়-ওফোঁড় করে দেয়
সফেদ মেঘের গুঁড়া মতো হেঁটে চলি আজ থেকে কাল
কোনো এক অচেনা অসুখ শুয়ে থাকে নীল কিংবা হলুদ নয় একেবারে লাল শরীরে
ডানা ভাঙা হতাশায় স্বপ্ন নামে
স্বপ্নের কাছে পৃথিবী নধর
প্রনম্য কুচকাওয়াজে মৃত্তিকার সাথে গড়ে ছান্দসিক জীবন
অধরা জীবন, জীবন রে আমার, জীবন কেন এতো কথা বলে
আমাকে এফোঁড়-ওফোঁড় করে দেয়
সফেদ মেঘের গুঁড়া মতো হেঁটে চলি আজ থেকে কাল
কোনো এক অচেনা অসুখ শুয়ে থাকে নীল কিংবা হলুদ নয় একেবারে লাল শরীরে
ডানা ভাঙা হতাশায় স্বপ্ন নামে
স্বপ্নের কাছে পৃথিবী নধর
প্রনম্য কুচকাওয়াজে মৃত্তিকার সাথে গড়ে ছান্দসিক জীবন
অধরা জীবন, জীবন রে আমার, জীবন কেন এতো কথা বলে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন