শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪

কে আছে তাকে ফেরাবার

যে যাবার সে যাবেই, যাবে ছলছল ছলনায়,
যাবে অজানায়, অজানা অভিযোগে! যে চলে যায় সে কখনো আসেনি, আসা মানুষের যাওয়া হয়না। Richard Parker ভুলে যেতে পারে নিস্তব্ধ সাগরে একমাত্র পাশে থাকা মমতাময়ী বন্ধুর কথা, ভুলে যেতে পারে প্রেমময়ী যুবকের  কথা আয়ু কেটে যে দিয়েছিল বেঁচে থাকার সাহস ও খাবার,
সহজেই যেতে পারে  জঙ্গলে আপন মঙ্গলে,
কে আছে তাকে ফেরাবার!  বালিতে পড়ে থাকা বন্ধুর কথা খেয়ালও আসেনা তার।
সে যে পশু, শুধুই পশু,
তাকে মনের দখল দেয়া পাপ
I was certain he was going to look back at me ...But he just started ahead into the jungle
মানুষ অপেক্ষা করে কালের পর কাল।
মানুষ বাঁচে, বাঁচায়, মানুষের চোখে মহাকাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন