আমি বুঝিনা সমাজ রে
সমাজ বুঝেনা আমা রে
অবুঝ সক্ষমে চলি আমি আর সমাজ
রূপালী দ্বীপে শুয়ে থাকে অন্ধকার
বঙ্গপোসাগর থেকে ভেসে আসে ডাকাতিয়া ফেনা
ফেনায় ভেসে ভেসে সমাজ গড়ে নিঝুম দ্বীপ
নিঝুম দ্বীপের স্পর্শে সমাজ হয়ে গেল কবি
সামাজিক কবি জানেনা কবি হতে গেলে কারো দারস্থ হতে হয়না
সমাজ জানেনা মনেরও রয়েছে একান্নবর্তী সমাজ
তারপরও সমাজের পালকে আমার পাখনা উড়ে
সমাজের লিটমাসে আমি হয়তো পাপি, হয়তো নেকি
ঘুমানোর আগে পাঠ করি
আসতাক ফিরুল্লা হা রাব্বী মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি
সমাজ বুঝেনা আমা রে
অবুঝ সক্ষমে চলি আমি আর সমাজ
রূপালী দ্বীপে শুয়ে থাকে অন্ধকার
বঙ্গপোসাগর থেকে ভেসে আসে ডাকাতিয়া ফেনা
ফেনায় ভেসে ভেসে সমাজ গড়ে নিঝুম দ্বীপ
নিঝুম দ্বীপের স্পর্শে সমাজ হয়ে গেল কবি
সামাজিক কবি জানেনা কবি হতে গেলে কারো দারস্থ হতে হয়না
সমাজ জানেনা মনেরও রয়েছে একান্নবর্তী সমাজ
তারপরও সমাজের পালকে আমার পাখনা উড়ে
সমাজের লিটমাসে আমি হয়তো পাপি, হয়তো নেকি
ঘুমানোর আগে পাঠ করি
আসতাক ফিরুল্লা হা রাব্বী মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন