চেনা-জানা সুর
ডাকে সুমধুর
ঢেউ তোলে আমার প্লাবনে।।
তুমি যে সখা উড়ারও পাখা
পাখিরও পাখা
এলোকেশে ধরো ভৈরবী সুর।।
আমি যে ছিলাম শিশুরও মতোন
বানালে আমায় আস্ত মানুষ
যাবে যদি যাও শুধু বলে যাও
যাবো ক্যামনে তোমাস্মৃতি থেকে দূর।।
কথা ও সুর : এমরানুর রেজা
07, 11,2014 : 8.45
ডাকে সুমধুর
ঢেউ তোলে আমার প্লাবনে।।
তুমি যে সখা উড়ারও পাখা
পাখিরও পাখা
এলোকেশে ধরো ভৈরবী সুর।।
আমি যে ছিলাম শিশুরও মতোন
বানালে আমায় আস্ত মানুষ
যাবে যদি যাও শুধু বলে যাও
যাবো ক্যামনে তোমাস্মৃতি থেকে দূর।।
কথা ও সুর : এমরানুর রেজা
07, 11,2014 : 8.45
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন