রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪

জেট মাস

জেট মাস = জৈষ্ঠ্য মাস

ল্যাডা = নিতম্ব দিয়ে বসা

ছাও= বাচ্চা

টুফা = দই তৈরি ও রাখার পাত্র বিশেষ

গাবর = জেলে, যারা সাধারণত ময়লা ও জল সমেত থাকে [গালি হিসাবে ব্যবহৃত হয় ~ গাবরের বাচ্চা গাবর]।

সইলতা = সলিতা

কেউরের ছিপা =দরজার বগল

 ওগাইর তলা = মোরগ-মোরগীর বাসস্থান।

লালুছ =  লালসা।

কেরসা = কোনো কিছুর বিধ্বস্ত অবস্থা[ভুল উপায়ে কাঁচা কিছুকে পাকাতে গিয়ে যে অবস্থা হয়]।

তেরসা = বাকাঁ, বিশৃঙ্খলভাবে বাঁকা।

জেফত = খাবারের উৎসব, নেকের আশায় আয়োজিত খাবারের অনুষ্ঠান।

ঘাটলা= পুকুরের ঘাট

পাইলা = মাটির পাত্র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন