শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

বিপ্লবী জনাব

বিপ্লব সন্নিকটে
কার বিপ্লব?
আপনার ব্যক্তিগত ফায়দা হাসিলের?
ভালো তো, সব পাপই অবশেষে চুষে নেয় মক্কার পাথর
সহজলভ্য কচুরিপানাও ভাসমান
স্থির কেবল আপনার আদর্শিক বক্তব্য
কোথায় পান এতো নৈতিক কথা,
মুখে না মগজে?
বিপ্লব সন্নিকটে
আপনার মনে আছে রবীন্দ্রনাথের কথা
যিনি বলেছিলেন `বাঙ্গালী কোনো কাজ শুরু করে শেষ করেনা'
ও! মনে থাকার কথা না
সুখী হতে গেলে অনেক কথাই মন থেকে সরিয়ে ফেলতে হয়, ফেলাকথা নিয়ে তারপর সাজাতে হয় মুখের বাগান
বিপ্লব অতি নিকটে,
একেবারে আপনার চোখের কাছে, সুবিধার কাছে

ছোটকালে ছিপ দিয়ে মাছ ধরতাম। এক জায়গায় বকের মতো বসে থাকা হয়ে উঠতো না আমার। মাছ শিকার করতে হলে একজায়গায় প্রত্যয়ী হয়ে বসে থাকার ফলাফল সুবিধাজনক। বিষয়টি অনেক পরে বুঝলাম। বুঝেও বিশেষ ফল হলো না। কারণ বুঝার পর মাছ শিকারের নেশা হারিয়ে ফেললাম। নেশাহীন আমার কেবলই মনে পড়ে --
আওতি হে যাওতি
কুছ নেহি পাওতি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন