মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪

রাতের পাখি

রাত যখন সঙ্গীহীন হয়ে পড়ে
প্রিয়হারা এক পাখির কান্না ঘুমের কানে লাগে
অন্ধকার কেটে পাখি জীবন খুঁজে
জীবনের পাশে মৃত্যু মিছিল করে উদাত্ত আহবানে
রাত ফুতুর হয়ে যায় সময়ের হুকুম মেনে
ফুরিয়ে যায় পাখির জীবন
ললিতা
আপেল খাওয়া আর সিগারেট পান করা একই কথা
ফরমালিন আর নিকোটিনের খেলা
ধবংস যেন অনিবার্য
ধবংস হয়ে যাই অবাক করার মতো
পৃথিবীতে চলে ভোরের আলো
রাতের পাখি অসহায়ভাবে নত

সুন্দর

কালো মানে অসুন্দর না, সুন্দর মানে স্বাভাবিকতা
Black does not mean to imply something unfair, fair is the natural stream.  

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪

কবে

প্রেমিকার কবর প্রেমিকের মনে, প্রেমিকের কবর প্রেমিকার প্রাণে
Grave is the mutual cottage of the lovers 

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪

অত্যন্ত

অতীত নিয়ে পুষ্টিকর কথা বলেন দুই মহান --
যাঁদের বর্তমান সমৃদ্ধ,
যাঁদের বর্তমান সমৃদ্ধ না

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪

problem

Money!
Money is the problem in Sierra Leone
মাটির পৃথিবীতে তারাও মানুষ
কারনে বদলায়, মরে গেলে বেঁচে যায় 

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪

উরুসেভস্কি

হাসির বাতাস হয়ে তুমি ঝড়ে যাও
মেঘ হয়ে আনাগোনা করি আকাশ থেকে পাতাল
তোমাকে গন্তব্য মেনে কালো যে জিপটি আসছে পেছনের কংক্রিট রাস্তায়
তার জন্মের অনেক আগে আমার মৃত্যু হয়েছিল বহুবার
তাপমাত্রার উঠা-নামার সাথে তোমার হাসির এক পরকীয়া সম্পর্ক
তাই রোজ সকালে স্নান করি, বরফ রাখি অন্তরের অন্তরালে
বরফও আজকাল হিমানী হতে পারে না,
হেকেটি দেবী হিমানী হয়েছিল
কোনো কথা বলেনি `একরাত্রির' ঝড়ের পাড়ে
এমন হিমানীর প্রার্থনায় গভীর ধ্যানে সময় কাটাই
কিন্তু সময় আমাকে কাটে, কেটে ফালি ফালি করে ,
যোজন যোজন মোহনভোগ তার
হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই
হাসির ভাইরাস আমাকে ডোবার,
আমার ডুবন্ত শরীরে ভেসে উঠে সময়ের উরুসেভস্কি গাছ

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪

সভ্যতার পিটিশন

মানুষ একে অন্যের দাস নয়, অন্নের দাস
 আব্বা কই আরেক কথা
`যে করে অন্যের চিন্তা, সে করতে পারে না অন্নের চিন্তা'
তখন মনে পড়ে আব্বার বাবার কথা
`যে ক পরের কথা, হে হারা হেতা'

এইভাবেই চিন্তার সাথে চিন্তা, বাবার সাথে তার বাবার বিস্তর ফাঁরাক
চিন্তার ফাঁকে গড়ে উঠে সভ্যতার পাহাড়
অসভ্যতা অনেকবার আন্দোলন করে একবার সভ্য হয়
আমার বাবা কিংবা তার বাবা কোনোদিন  সভ্য হতে পারে না

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪

খসেপড়া

চুল খসে পড়ে, একটি চুল। চুলও একটি প্রাণি। প্রাণের সাথে বসবাসরত কোনো কিছু জড় হতে পারে না।
বইয়ের পৃষ্ঠা খসেপড়া চুলের মাঠ। বাতাস তাকে নিয়ে খেলছে। স্থানান্তরে রূপান্তর ও দেশান্তর হতে বাধ্য।
প্রথমে খেলার সামগ্রী, এরপর খেলোয়াড়, তারপর খেলারাম।
অভিনয়টা আসলে এমনই!
প্রথমে ফেনার মতো ভাসতে থাকা পরে জল হয়ে ফেনা তৈরি করা।
একটি চুল আজ একা, সেও একাধিকের একা হওয়ার কারন হবে।

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

ইচ্ছে হলে আসতে পারো

ইচ্ছে হলে আসতে পারো
হাসতে পারি আবুল তাবোল বেতাল
আমাদের চুলায় প্রণয়আগুন
পৃথিবীর আজ আকাল
নদীর স্রোতে চর জেগেছে
মানুষের নেই হুশ
পুলিশপাড়ায় কালোবাজারি
হুজুর নিচ্ছে ঘুষ
তোমার চোখে ফুলের নাচন
আমার চোখে ঘুম
রাষ্ট্র একটা রাঘবপিণ্ড
শান্তি হচ্ছে গুম 

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪

সেকেন্ড মাস্টার

সেকেন্ড মাস্টারের সাথে আমার পরিচয় ``একরাত্রি" (জ্যেষ্ঠ 1299) গল্পপাঠে। তিনি এই গল্পের নায়ক। তাঁর বাবা চোধুরী-জমিদারের নায়েব। বাবার কথা না মেনে চলাতেই তিনার গৌরব।
নায়েব সাহেব চাইতেন তাঁর একমাত্র উত্তরাধিকার জমিদারি-সেরেস্তার কোনো একটি পোস্ট দখল করুক। কিন্তু ছেলে তাঁর জয়নুল আবেদীন আর আমগো ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র মতো নিজসিদ্ধান্তে অটল। তাঁর পেশাচোখ পড়ে বাড়িপলাতক নীলরতনের উপর। নীলরতন কালেক্টর সাহেবের নাজির হয়েছে। তিনি নাজির যদি না হতে  পারেন জজ-আদালতের হেডক্লার্ক তো হবেনই।
আমাদের বেনামী মাস্টার যে আদালতপাড়ায় নিজের অবস্থান শক্ত করার ব্যাপারে প্রত্যয়ী তারও একটি পরিবেশগত কারন আছে। কারনটা হলো নায়েব সাহেব আদালতজীবীদের অত্যন্ত সম্মান করিতেন। মাস্টার সাহেবের শিশুমনও তাদেরকে তেত্রিশ কোটি দেবতার ছোটো ছোটো নূতন সংস্করণ হিসাবে পূজা দিতে শুরু করে।

একসময় তিনি একটি মহৎ কাজ করেন। বাড়ি থেকে কলিকাতায় হিজরত করেন। স্বপ্নবিলাসী মন আলাপবিলাসী লোকের ঘরে আশ্রয় নেয়।
 কিছুদিন মোটরবাইক নিজতেলে চলিল। তারপর আবার মালিকের কৃপা লাভ করিল।
কলিকাতার হাওয়া-বাতাস আমাদের মাস্টারের স্বপ্নসুর বদলে দেয়। মাস্টার এখন বিপ্লবের গান গান। পথে পথে বিজ্ঞাপন বিলি করেন। দেশ উদ্ধার করতেই  অইবো -- এই তার প্রতি পদক্ষেপের জিকির। হুজুরেরাও তাঁরে বেশ তালিম দিতে থাকেন।

তালিম নেয়া আর দেশউদ্ধারের কাজে ব্রত হয়ে সময় চলিতে পারিত কিন্তু চলিল না!

বাপজান তাহার মারা যান ( হরি বল, বল হরি)!

মাস্টারের মনে পড়ে মাতা আর দুই ভগিনীর কথা যেখানে সে-ই প্রধানকর্তা। বাস্তবতা মাস্টারকে করাতকলের কাঠের মতো ফালি ফালি করে। বহু কষ্ট করে চাকর হবার যোগ্যতা অর্জন করেন। নওয়াখালি বিভাগের একটি ছোটো শহরে এনট্রেন্স স্কুলের সেকেন্ড মাস্টার।

হ্যাঁ, এই সেকেন্ড মাস্টারের সাথেই আমার পরিচয়।

আরেকটা কথা, সেকেন্ড মাস্টারের তলে তলে টেম্পু চালানোর কথা কিন্তু আফনাগোরে কই নাই। হুনছিলাম যে মানুষ কারো দোষ গোপন রাখে আল্লা নাকি হাশরের দিন তার দোষ গোপন রাখবে। এহন তাইলে কী করমু?
যা দেখি, কইয়া দিমু!
মাদার তেরেসা, নেনসন মেন্ডেলা ( A long walk to freedom এর পিতা) জাহান্নামে যাইবো, আমি জান্নাতে গিয়া কী করমু!

কাহিনিটা হলো রামলোচনবাবুর স্ত্রীর সাথে মাস্টারের পরকীয়া সম্পর্ক। রামলোচনবাবু সরকারি উকিল। উকিলের বাড়িতে আমাদের মাস্টার সাহেব ভারতবর্ষের নানা বিষয় নিয়ে কথা বলতে বেশ আয়েশবোধ করেন। কিন্তু আইহনজ্ঞানীর জানবার কথা নয় কৃষ্ণ কেন বাএ বাঁশী কালিনী নইকূলে।
সুরবালার চকিত চাহনি মাস্টারের মনকে উতলা করে , চুড়ির টুংটাং শব্দ তাঁর মনে জাগ্রত করে বেদনামানিক, পায়ের একটুখানি শব্দ তাঁকে অতীতচারিতার রঙে সাজিয়ে তোলে ( দূরে বহুদূরে / স্বপ্ন লোকে উজ্জয়িনীপুরে / খুঁজিতে গেছিনু কবে শিপ্রানদীরপারে/ মোর পূর্বজনমের প্রথমা প্রিয়ারে)।
রামলোচনবাবু বড়ো মোকদ্দমায় কিছু কালের জন্য বাড়ির বাইরে যান। কৃষ্ণমন মনে করে এখনই সুযোগ। রাত্রি তখন একটা- দেড়টা। পুকুরপাড়টি  যেন যমুনা নদী, আর আমাদের সুরবালা এবং মাস্টার মশাই যেন নৌকা খণ্ডের রাধা-কৃষ্ণ।
শিশুকালের দুজনা চিরকালের এক মোহনায় সাঁতার কাটতে চায়( সুরবালার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়াছি, এবং বউ-বউ খেলিয়াছি)।
 মন মানতে চায়না সময়ের শৌর্য-বীর্য ( ঠিক সময়ে ঠিক কাজ করতে কাহারও মনে পড়ে না, তাহার পরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে)।
তারপর আমাদের কৃষ্ণ মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অন্তত আনন্দের আস্বাদ লাভ করেন। রাত্রি শেষ হয়ে যায়, ঝর থেমে যায়, জল নেমে যায়, সুরবালা কোনো কথা না বলে চলে যায় ( silence is the most powerful crying), চলে আসেন আমাদের মাস্টার সাহেব....

অনাদরে

From the acute agony of being apart
Comes the flame that burns the heart

বিচ্ছেদের আগুন বিরহে অনল
প্রেমশোক মরে না স্মৃতির মতোন 

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪

তোমার জন্মের আগে আমার মৃত্যু

জ্ঞানের চেয়ে পুষ্টিকর কোনো খাবার নেই
নেই কোনো আরামদায়ক প্রেমিকা
প্রেমিকার ঠোঁটের নিচে পিঁপড়াদেহে বসে থেকেছি
তার হাসির লাভা পুড়িয়ে দেয় আমার আস্ত শরীর
আমি গলে যেতে যেতে কান পেতে শুনি তার হাসির আরেকটি শব্দ
হয়তো
আমারই মতো আরেকজন গলতে গলতে  নিশ্বাসের চেয়েও দীর্ঘ হচ্ছে
গলিত তরল একদিন দেহ পাবে
সময়ের চোখে দেখবে তোমার হাসির বায়োস্কোপ
জানো তো,
বায়োস্কোপে যতখানি দেখা যায় তার চেয়ে বেশী নেশা ধরায় 

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪

অন্তত

মানুষকে অবিশ্বাস করা পাপ
পাপীদের উপর আস্থা রাখা অন্যায়

It is crime not in trust over the man
Tenfold sin when an unfair turned into persona grata 

ব্রথেল

তোমার ঠোঁটের মতো প্রিয় কোনো কম্পন হৃদয়ে আমার জমা নেই
তবুও তোমার হৃদয় গলনাঙ্ক ব্রথেল


Sweet sound of your lip, deemed vibration of yours is acute afar from the storage of mine
But yet your heart is brothel alike, your heart in melting point

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪

হাঁস আর জল

জলের সাথে হাসের নিত্য উঠা-বসা
জলের সাথে হাসের প্রেম হয়না
প্রেম মনের মাজারে মনের আরাধনা
প্রয়োজন প্রেম নয়, পারিবারিক বায়না 

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪

ব্রতচারী মেঘ

জীবনের স্বপ্ন
রঙিন স্বপ্ন কাঠপেন্সিলে একেঁ মেঘনার পাড়ে সূর্যস্নানে যায়
সূর্যস্নানে যায় ব্রতচারী পথিক
রাতে উঠে থেকে থেকে মহিমাম্বিত হাঁকডাকের মেলা
মানুষ নিয়ে থামে না তোমার খেলা
থামবে না তোমার খেলা
কতকাল একতালে বহুতল ভবন
ডেস্কের আচার্যে এনিওয়ে আলামত
আকাশ-কুসুম স্বপ্ন থেমে থাকার নয়
থেমে থাকে আইহনের যৌনরাগ
 তাইতো রাধা উতলা বারংবার
আকুল শরীর তার বেআকুল প্রাণ
কৃষ্ণ সাধু নিয়ন্তা
রাধিকামোহন ঘুমাতে পারে না
কে না বাঁশী বাএ বড়ায়ি কালিনী নইকুলে
সিংহাসন তোমার
তোমার প্রজন্ম মরে ইচ্ছাকৃত ভুলে

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪

রাধার কান্না



মূল : হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
অনুবাদ : এমরানুর রেজা

সবুজ স্বপ্ন আর সুরেলা আলিঙ্গনে ছিল আমার জীবন
রঙধনু চলে গেল, সূর্য মিশে গেল
চলে যাওয়ার, মিশে যাওয়ার সময় নিয়ে গেল প্রোথিত সকল স্বপ্ন, সুর
কেবলই রয়ে গেলাম আমি শরতের পাতাহীন গাছ হয়ে
এই শুষ্ক পৃথিবী দুঃখ নিয়ে রাস করে
আর দুঃখ আমাকে নিয়ে
মৃত্যু আসে না সাহসী দুংখের কাছে, দুংখের পাশে
মৃত্যু একবার তুমি রক্তের কম্পন বাড়াও
আমাকে নিয়ে চলো
চলন্ত সুখ-স্বপ্নহীন আমি ভাঙা নৌকার মাঝি

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৪

বিভ্রম স্মৃতি

ঢেউয়ের তালে যে পা ছুটে আসবার কথা
সে পা ছুটে গেছে সাগরের পরপারে
এক উদাস দুপুর পুকুর পাড়ে দাঁড়িয়ে নদী ও হাঁসের খেলা দেখে
পুঁটি মাছের মিছিল
শ্যাওলার কোলাহল
চোখে এক বিভ্রম স্মৃতি, স্মৃতির জাদুঘর
সময়ের মহাজন অস্ত্র দিবে, খাদ্য দিবে না
ক্ষুধার্ত আবেদন জাগ্রত করে রাগের নিউক্লিয়াস, মেমব্রেন
চোখে গত শতাব্দীর লিটলবয়, ফ্যাটম্যানরাগ
মানুষের জন্মদিন কবে   মা
তোমার ছেলে পশুদের কার্নিবাল দেখে উজ্জীবিত হয়েছে
ঢেউয়ের এ্যারিনায় মানুষের মৃত্যু তারিখ লিখবে
হার্ডলাইনে বাজবে ভরতের গীতবিতান
কয়েক প্যাক ইথানলে সজ্জিত হবে মনের বাগান
মানুষের জন্মতারিখ আছে কী মা
মানুষের ধর্মতলায় মানুষ তো পশুর শিরোনাম পড়ে
প্রাণির মৃত্যু হলে হয়তো মানুষ পেতো মৃত্যুর ইতিহাস
ইতিহাস নয়, ভুলের সংগ্রাম

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪

সময়চক্র

অতীত নিয়ে বর্তমান। বর্তমান যখন অতীত হয়ে যায় তখন অতীতের অতীত মনে ততটা রেখাপাত করে না।
সময় তো একটি গোলাকার বিষয়। যারা সময়ের চক্রাকারে গতিশীল তারা অতীতবিলাসী হতে পারে না।
সময়চক্র চুরাবালি কিংবা জলের চক্রের চেয়েও গতিশীল!

Present is the collection of the past.
When present is past, the past of the past is not so memorial platinum.
Time is a round flow and its motion is strong enough . So one who strolls along with the time having no ability to drink the past memories.
Just because time is  powerful magic of  nature .

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪

হাউঅন

পূর্ণিমার চাঁদ নাকি ঝলসানো রুটি
আরে শালা
হাউঅনের লাগি পৃথিবী সৃষ্টি
নাকি পৃথিবীর  লাইগ্যা হাউঅন
আমি তো ছোট্ট কাল থেইক্যা হুইননা আইছি
হাইলে যা টাটকিত, হাউআইলে যায় সমাজে
তুই হাইবার লাইগ্যা এত পাগল অইছত কেরে
হাউঅন তো এক অভ্যাসের নাম
অভ্যাসের দাস হয়ে আছে মানুষ সেই কাল থেকে এই কাল
তর কী একটুও পরিবর্তন অইব না

হারঅ তোরে একটা কিসসা হুনাই

মুসা নবী একবার আল্লারে জিগাইছে

আল্লা, ও আল্লা
তুমি কী ঘুমাও না, হাউ না
আল্লা ক  `না'
মুসা নবী আবার জিগাই
`কেরে'
আল্লা ক , `লাক,  তরে একটা ডেমো দেখাই'

তুই একটা বাত্তি জ্বালা, আর আত লইয়া হারুইয়া থাক
মুসা নবী আল্লার হুকুমের কামলা
রাইত যখন গভীর অইছে
মুসা নবীর হাত থেকে বাত্তি পড়ে গেছে
পুইরা গেছে বিছানা
আগুন যখন সইললে লাগছে
তখন মুসার ওস অইছে
আল্লা তখন মুসারে জিগাই
 ও মুসা, দেখলা ঘুমাইলে কী অই
ক দেহি, আমার কী হাউনের সময় আছে, আছে ঘুমানোর সময়
মুসা ক,   `মাফ কর প্রভু, আমি অধম '

আরে ও লেখক, হুন, তুমি না ঈশ্বর, স্রষ্টা
এই সব জৈবিক কাজের লাইগ্যা পাগল অইছো কেরে
বাদ দাও আজাইরা চিন্তা
সৃষ্টিতে মন দাও

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪

আমার চাওয়া - পাওয়া

আমার চাওয়া-পাওয়া
একটি স্বপ্নের ফ্রেমে বাধা থাকে
তুমি তখন নৃত্য করো, তুমুল নৃত্য
গাছের পাতা ঝরে যাওয়ার নৃত্য
কাল সারা রাত মুষলধারে বৃষ্টি হতো যদি
নায়ক হতো তোমার চিরচেনা মুখটি
আমি হতাম সিনেমার ভিলেন
ভিলেন হওয়া ভালো
সারাটা সময় আধিপত্য, শেষে পরাজয়
পরাজয় যে জয়ের মাসতুতো ভাই এটা কেবল ভিলেনই জানে
নায়ক হতে গেলেও ভিলেনকে স্বীকার করতে হয়
শয়তান কেন শয়তান
কারণ শয়তান দাস হতে পারেনি
ভিলেনও সময়ের দাস নয়, মাইকেলের রাবণ
এ্যালকোহলকে  রঙিন পানি না ভেবে ওষুধ ভাবো
দেখবে হ্যাং ওভার ইফেক্ট বলে কিচ্ছু নেই
কেটে যাবে প্রচলিত নেশার ঘোর
ভাবতে শিখো হিমানী, ভাবনাতেই গলদ
অন্য কোথাও গলদ কিংবা ময়লা নেই
চোখের সামনে ধারনার উল্লম্ফনের কারিশমা
বস্তুত শিশুর হাততালিই এসথেটিক সঠিক
আবেগ- বিবেগ মিথ্যার অহমিকা
চোখ যত বড় হবে আসমান ততই অসীম
তাই
চোখ বড় করে লাভ নেই আসমানী
আসমান তোমার চোখে আসবে না
আমার চাওয়া-পাওয়া বিশ্বাসের কাবিনে কেনা

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪

গুপ্ত নিশি কদাকার

বলার কথা ছিল অনেক রাত
বলা হলো না  অবশেষে
না বললেও রাত থেমে থাকে না
যেমন থেমে থাকে না তোমার ভাষিক আক্রমণ  আমার পোষা আচরণের দিকে
বুঝতে পারিনা
চলে গেলে, না থেমে গেলে
চলে যাওয়া আর থেমে থাকার মাঝখানেতে আমি
আমি মানে জীবনের অপর নাম
জীবনের প্রেমিকাগুলোর বিয়ে হয়ে যায় অপ্রেমিকের কাছে
আমি করি মানা অপ্রেমিকে গান আমার শোনবে  না

প্রেমিক মন পথেহাঁটা কুকুর, লেজ নাড়ানোর শক্তিটুকুও গতিহীন
বিড়াল তো বস্তুপ্রিয়, ব্যক্তিপ্রিয় রয়ে গেলাম আমি
বিড়াল তোমার পাশে বসে করে এ্যানিমেশন ড্রিংকস
আর আমি ঘুরেফিরে রাস্তার বাঁকে
রাস্তায় রাস্তায় ঘুরি রে বন্ধু  দুঃখ লইয়া মনে
পৃথিবীর ছোট্ট বাক্সে আর কতটুকু দুঃখ থাকে
তারপরও নিজেকে কেটে দুঃখ দেখাই
আহোনিশি যোগ ধেআই
মন পবন গগনে রহাই

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪

পৃথিবী বদলায় কারণে

স্মৃতিগুলো বড্ড বেপরোয়া। শিশুর মতো খামখেয়ালি। মনে তার আধিপত্য জীবনের মতো দীর্ঘমেয়াদী।
ডাকাত হত্যা করেছিল এক হাজার কুয়াশার  প্রাণ
বেঁচে যায় গ্রামের কচি লতাপাতা
গতকাল রাতে ভোর আসেনি
বিড়ালের মিউ মিউ কান্না জন্ম দেয় এক কোটি ভোরের ড্রাইগ্লুকোজ
চিৎকারের জীবাশ্ম-জ্বালানি  ডেস্কে দাঁড়ানোর মহানগরীর ফুটানিক্যাল
স্মৃতির মতো আরামদায়ক হলে মশানিধন কোম্পানি চাকর হতে পারতো
চাকর হয়েছে আপোষগড়া দালাল
দালালের তো তাই হওয়ার কথা
স্মৃতির আর প্রেম হলো না জীবনের সাথে
তবু সে জীবনের সাথে থাকে, টেনে নিয়ে যায় আফিম সিনক্রোনাইজের দিকে
পৃথিবীর দিক এখন পশ্চিমমুখী নয়, তামাকগাছের শেকড়মুখী
পৃথিবী বদলায় কারনে গো ড্যাফনি, বিনা কারণে  না 

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪

Dark

The world is dark!
And for the eye is going to lose her capacity!!

সৃজনশীল

সৃজনশীল সত্ত্বা মানেই প্রেমিকসত্ত্বা। সৌন্দর্যের আধিক্যে কিংবা কানাকড়ি সৌন্দর্যেও প্রেমিকচোখ আটকে যায়। ধীরে ধীরে দৃশ্যমান সৌন্দর্য টেনে আনে নিজের মনের দিকে, মনের বাগানে তাকে বসায়, খাবার দেয়, ওষুধ দেয়, সাধ্যের পরিপূর্ণ করে তোলে। একসময় চর্চিত সৌন্দর্য কলমের কালি হয়ে আমাদের চিরচেনা পৃথিবীতে আসে।
ভাষার জগৎ তখন লাজুক লতা। সমৃদ্ধিতেও বর্ষাকাল।
সমৃদ্ধ অবিজ্ঞতাকে নৌকা বানিয়ে অকূল দরিয়ানগর খুঁজে বেড়ায় সময়ের সাহাবা।
প্রেমিকসত্ত্বা যে সৌন্দর্য চর্চা করে তাতে আবেগ থাকে কিন্তু নোংরামি থাকে না।

শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪

বিবাহিত আবেগ

বিবাহিত নিসঙ্গতা আমার
ফেনায়িত গোধূলিতে ঘুরেফিরে, বার বার দেখা পাই
হিজল বনের ক্লান্ত শরীরে বিষাদের ঝাঁকুনি
হেলেন ধবংস করে মনের সাজানো নগর
চলে যাওয়ার গুপ্ত বায়নায় অভিযোগের কাহিনি
প্রেম তো কৃষ্ণগর্ত
ভেতরে টানে রাগ, অনুরাগ, অভিযোগ, বিরাগ
পুরোটা জীবন যতখানি
একবিংশ শতাব্দী মাংস চিনে, চিনে আরামদায়ক বসবাস
দর্জির চাণক্য সেলাই
প্রেম তাই সুখে থাকা আন্তরিক প্রলেপ
কৃত্রিম মনে  বাঁধাই হচ্ছে বারংবার সিড়িপথে
সিড়ি কেবল উপরে উঠা নয়
নিচে নামারও  প্রস্থত পথ
কাউকে অভিযোগ দিচ্ছি না, অভিযোগ দেয়া যায়না
আজকের স্তব্ধ আকাশ আমারই বিবাহিত আয়না

Reincarnation

Reincarnation
You are sorry
Go now for the museum
As you are alone by and by
Time is not enough high
A loneliness awaiting for you
Cloning
watching
please on entering the museum
Stare at the corner of the everywhere
Astonished that
Loneliness is alone just for you
And both of you made just for a few
Few is the corner, alone is the hero 

বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪

অহংকার

নারী তোমাকে অহংকারী করেছে
আমাকে করেছে পুরুষ
কৃষ্ণ গড়েছে বিনয়পৃথিবী
অহংকারই রাধার অসুখ 

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪

লাও অর্থাৎ

জীবনে অনেকের সাথে আড্ডা দিয়ে শান্তি পেয়েছি।তবে বেশ শান্তি পেয়েছি হাতেগোনা কয়েকজনের সাথে। হাতেগোনা কয়েকজনের মধ্যে লাও ৎস একজন। ভদ্রলোক চীনা। চীনাদের ডি,এন,এ - এর পরম্পরা আত্মমর্যাদার দিকে। ভদ্রলোক বেশ আত্মমর্যাদা সম্পন্ন। কথা বলেন জ্ঞানীদের মতো। তবে জ্ঞানী মনে করতে ভালো লাগে না, তাকে গুরু হিসাবে মেনে নিতে আরামদায়ক।
তাই লাও ৎস আমার গুরু।
লাও ৎস মানে বৃদ্ধ-তরুণ। আমি তো সাধারণত নিজেকে পণ্ডিত মনে করি। কথা শুনি নতুবা শোনায়। তাই প্রথমে তাঁর মনস্তাত্ত্বিক বাক্যপ্রবাহ   কথা শুনতে আকর্ষণ তৈরি করে--

``মানুষ যখন বুঝতে শুরু করে, সে সবই জানে
তাকে পথ দেখানো মুশকিল "

তারপর থেমে থেমে কীযেন তিনি বলছেন, আমি মুগ্ধ হয়ে শোনছি --

``সেনাপতির বক্তব্য হবে -
প্রথমে সামনে এগুনো নয়
ভালো হচ্ছে অপেক্ষা আর অবলোকন করা
এক ইঞ্চি এগুনোর চেয়ে কখনো তিন হাত পেছান ভালো।"

আরে, এ তো আমার ভেতরেরই লালিত কথা। আমি প্রায় একটি মুখস্থ কথা বলি One step backward two steps forward। তাকে বন্ধু ভাবতে শুরু করি। মানসিক বন্ধু। আমার বন্ধুটির আশ্চর্য একটি গুণ হলো প্রতি মুহুর্তে জীবন ঘনিষ্ঠচিন্তা, তিনি  প্রতি মুহূর্তে যেন জন্ম নিচ্ছেন। আমি একটু নড়েচড়ে বসি যখন তিনি  বলেন --

`সাফল্য ব্যর্থতার মতোই ভয়াবহ
আশাও ভয়ের মতো ভয়ংকর '

আসলেই তো তাই। যত চাই তত পেয়ে পেয়ে চাওয়া মোর, পাওয়া মোর শুধু বেড়ে যায়। মানুষের সব চাওয়া  পূর্ণ হওয়া মানে লাগামহীনভাবে বেড়ে যাওয়া প্রাপ্তিইচ্ছার তরঙ্গ। যে তরঙ্গ বয়ে চলবে লোভ -লালসা, হতাশার ইথারে। কথা শোনতে শোনতে  মনে হলো তাঁর কথায়  এ্যালকোহল আছে। নতুবা আমি কেন নেশাগ্রস্থ হয়ে যাচ্ছি। এ্যালকোহল তো আমাকে মাতাল করতে পারে না, তাঁর কথা শোনে আমি তো মাতাল হয়ে যাচ্ছি --

`প্রথা হচ্ছে সত্যের আবর্জনা
সকল সংঘাতের সুত্রধর'

বন্ধুটির চিত্ত বেশ শান্ত, সমাহিত, সিগ্ধ। বিজ্ঞাপনবিরোধী মানুষ। তাঁর অনন্তলোকের ধারণা প্রচারে মানসিক বিকাশ হতে পারে না --

``যে নিজেকে বিজ্ঞাপিত করে
সে আসলে নিজেকে জানে না
যে খালি দাপট দেখায়
সে ক্ষমতাকে  চিনে না "

কথাটি আমাগো সমাজের জন্য বেশ প্রাসঙ্গিক। কারণ সবাই প্রচার চায়। প্রচারে নাকি প্রসার। প্রসারে খ্যাতি। আর খ্যাতি  মানে সম্পদ লুটের একটি সুরম্যপথ।
স্থির করলাম বন্ধুরে আমাদের ওয়াজ-মাহফিলে নিয়ে আসবো। আমাদের আলেম এ দীনরা তো আসমানের ওয়াজ শোনান, আমরা হয়ে উঠি কাল্পনিক মানুষ, হুজুররাও হয়তো চান আমরা কাল্পনিক মানুষ হয়ে উঠি (Imagination is more important than invention)। বন্ধুটি জীবনের কথা বলে, জীবনের প্রতিটি পদক্ষেপের কথা বলে --

`ব্যর্থতাও একটি সুযোগ।
তুমি যদি কাউকে দায়ী করতে শুরু কর
তবে তোমার দোষারোপের অভ্যাস কখনো যাবে না।'

ছোট কাল থেকে দেখে আসছি বন্ধুচেতনা আমাকে বেশ প্রভাবিত করে। আমি নিশ্চিত তাও( লাও ৎস) আমাকে প্রভাবিত করে, করেছে। আমি এখন বন্ধুটির সাথে বেশ কয়েকদিন থাকবো। বন্ধু কী জানে সে এখন আমার বন্ধুগুরু( মহান যখন ভুলে যান তিনি মহান / তখনই তিনি প্রকৃত  মহান)!

কৃতজ্ঞ :
তাও তে চিং
সহজিয়া পথ
লাও ৎস
অনুবাদ ~ স র কা র আ মি ন

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪

আদিপ্রেম

ইলেকট্রনের প্রতি প্রোটনের প্রথম যে আকর্ষণ সেটিই আদিপ্রেম

Very beginning attraction between electron and proton is the primitive love of the eternity 

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০১৪

প্রতারক

প্রতারক প্রতারিত হয়, প্রতারিত জন পেয়ে যায় জীবন সাজানোর পুষ্টিকর অভিজ্ঞতা

Impostor is deceived now and then, off and wow ; deceived one got the nutritional experience to adorn the life chamber for the eternal appeal