একটি সরল রাস্তা চলে গেছে কলাভবন থেকে বিনয় ভবন
বটতলা থেকে ছাতিমতলা
মনের কাছে তিনপাহাড় কেন, ঈশ্বরপাহাড়ও কোনো রকম বাঁধা নয়
বাঁধা ছিল কেবল তোমার ঘাসফড়িংমন, আনচান উচাটন
সময়ের কাবিনে তাকেও করেছি সুজন , করেছি আপন
তুমি গো সুজন বেঁচে থাকার ব্যজন
বহু তিল তালে প্রেমময় জীবন
বালির বাঁধে বাঁশির আচরণ
কানে কী বাজে না রাখিয়া
বলেছিল কৃষ্ণ
যাবে না মথুরায়,
প্রেমের নদী অবিরত চলে সহিয়া বহিয়া
বটতলা থেকে ছাতিমতলা
মনের কাছে তিনপাহাড় কেন, ঈশ্বরপাহাড়ও কোনো রকম বাঁধা নয়
বাঁধা ছিল কেবল তোমার ঘাসফড়িংমন, আনচান উচাটন
সময়ের কাবিনে তাকেও করেছি সুজন , করেছি আপন
তুমি গো সুজন বেঁচে থাকার ব্যজন
বহু তিল তালে প্রেমময় জীবন
বালির বাঁধে বাঁশির আচরণ
কানে কী বাজে না রাখিয়া
বলেছিল কৃষ্ণ
যাবে না মথুরায়,
প্রেমের নদী অবিরত চলে সহিয়া বহিয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন