সোমবার, ২৮ জুলাই, ২০১৪

খোদার কসম জান

শিশুদের বেয়াদবী ,আহ্লাদী  ভালো লাগে, মনে থাকে মনে রাখার মতো!
কপটহীন, নির্লিপ্ত শিশুরাজ্য!! মনের মতোই শিশুর চলাচল-কোলাহল সরল, অনিন্দ্যসুন্দর! শিশুর হাসিতে প্রেম, কান্নায় প্রেম, ভাবনায় মাটির ঘ্রাণ!!
শিশুদের জীবনে বৃষ্টি আসে কিন্তু শিশুমন কাদাময় হয়ে উঠে না! শিশু অসুস্থ হলে একটি অভিমানের অভিধান বুননের ইচ্ছা মাথাচাড়া দিয়ে উঠে।
অভিমানের অভিধান কেন?
কাঁটাতারের ঝুলন্ত এলাকায় রাগ কিংবা ক্ষোভ নয়, অভিমান বেশ মানানসই।

মুনাই শিশু! আদুরে, আহ্লাদে। শ্যামবাটির হাসিমুখে মায়াবী সুর। বৌদির দোকানে যে লুচি পাওয়া যায় সেই লুচির পেছনের ইতিহাস। সর্বমঙলার মিষ্টির স্বাদের ভিন্নতায় মুনাইয়ের গান গাওয়া, চুপচাপ অভিলাষ, মৌনতার শব্দ, বিড়ালময় হাঁটা।

বৌদির দোকানে মুড়ি -ঘুঘনি খেতে এসে  মুনাইয়ের চোখ চোখ রেখে বলি বার বার

খোদার কসম জান   ভালোবেসেছি তোমায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন