রবিবার, ২৭ জুলাই, ২০১৪

গায়ত্রী

গায়ত্রী!
অভিমান কতটুকু জলজ হলে
নোনতা লবন
কতটুকু দাহ্য হলে
আগুনমরন
কলাপাতায় বৃষ্টিস্নাত বর্ষায়
মেঘের ঘনঘটা
যুক্তির  সাথে আবেগের মিলন মেলায়
পানসে প্রেমভর্তা
চোখের সুখদফলে তুমি বিনয়ের ভাষাস্রোত

গায়ত্রী!

তুমি কেন ফিরে যাবে!
কবির নারী যে মরে না মরনে
বেচেঁ থাকে পুলকে -শিহরণে

সন্তানহীনা নারী বেঁচে গেলে তুমি বিনয়ের ভাষার টিউবসন্তানে
মানবজন্মে কেউ কেউ বীরঙ্গনা অচেতন সংগ্রামে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন