বুধবার, ২৩ জুলাই, ২০১৪

স্বকীয়তা

দুঃখ একটি স্বকীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে পাঠ নিয়ে জীবনকে উপভোগ্য করে তোলা যায়। দুংখের সময় দুঃখপ্রকাশ করায় কল্যাণকর। প্রিয়জনের বিয়োগ ব্যথায় চোখের জল আত্মহত্যা করবে স্বাভাবিক। তাতে মন্ত্রনা কিংবা সান্ত্বনা দেয়ার কিছু থাকে না।
সব সময় ভালো থাকার চিন্তা এক অসুখের নাম। অসুখ মানে সুখ নেই এমন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন