সোমবার, ৭ জুলাই, ২০১৪

ধনেশপ্রেম

ধনেশ পাখির ঠোঁটের মতো একটি খুঁটি। যেহেতু খুঁটি সেহেতু  জন্মানোর কথা না, স্থাপন করা হয়েছে। খুঁটিটির  আশেপাশে ভ্যাপসা গন্ধ, স্যাঁতসেঁতে পরিবেশ। কোনো চোখ খুঁটির  প্রতিবেশী এলাকায় ভ্রমণ তো দূরের কথা চুকিও দিবে না। খুঁটির মূল এলাকায় তো দৃষ্টিভ্রমণের প্রশ্নই আসে না।
তবু খুটির নীরব শরীর কারো জন্য অভিসারের এলাকা। হ্যাঁ, দুটি কাপলচড়ুই মন ও শরীরের তাড়নায় প্রেম প্রেম খেলা খেলে যাচ্ছে। পাখি দুটির প্রণয়ক্রিয়া ফটোকপি করতে চাচ্ছে আকাশ। ধীরে ধীরে ক্যামেরার পজিশন প্রস্তুত করে সে। এখন কেবল লাইট -ক্যামেরা -এ্যাকশন বলে কাজ করার পালা।
তৃতীয় পক্ষের উপস্থিতি টের পায় চড়ুই! বিমান হয়ে উড়াল দেয় বাতাসে!
পাখিও চায় না তাদের প্রেমে তৃতীয় পক্ষের উপস্থিতি আসুক!
কিন্তু কালের পর কাল তৃতীয় পক্ষ খুঁটি স্থাপন করে আসছে নতুবা তাদের ডিএসলআর মন কার অবয়বের  ফটোকপি করবে, কেমনে হবে সে ফটোমিস্ত্রি, গলিত রামধনুর নিউজ লিখে রঙ্গবাজ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন