সোমবার, ২১ জুলাই, ২০১৪

মেঘ আকাশের গোপন বান্ধবী

আকাশে মেঘ থাকে, মেঘে আকাশ থাকে না।নাকি আকাশকে আকাশ হতে মেঘের উপস্থিতি বাধ্যতামূলক?
আসলে সকল সৌন্দর্য ও সত্য একে অন্যের পরিপূরক।যে মন সত্যকে ছাপিয়ে সৌন্দর্যের স্বপ্ন দেখায় সেই মনগুল ধীরে ধীরে হয়ে উঠে পূজার দেবী। কালের বিচারে আজকের মা কালী, স্বরসতী আরো কত কী, জমিনে আর থাকেন না, হয়ে যান আকাশ!
আমরা যারা জমিনের মানুষ মেঘ হয়ে ভেসে ভেড়াই আমাদেরই তৈরি আকাশের উদার অঙ্গনে।
মেঘ আর আকাশ আমাদেরই ভিন্ন পরিচয়।
মেঘ আকাশের গোপন বান্ধবী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন