বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০১৪

সত্যাসত্যকে

জীবনে সকাল আসে
অনেক সকালের মতো নয়
বাতাসে সুবাস থাকে
তা আমার নয়
আমি কেবল পথিক, পথই যার পরিচয়
পথের খুঁজে রোবেনে যায় সত্যাত্মা( সত্যাত্ম প্রাণারামং মন আনন্দং), কারাগারে হাজারো বিদ্রোহী
পথের মানুষ মহাকালের নায়ক, কালে পাপী
তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে
আমার সকাল-বিকাল পথে তুমি থাকো প্রাসাদে
তুমিই ভগবান, দেবতা, অবতার, ইশ্বর রতন
দাশ হয়ে ঝুলে আছে তারার মতোন
পথে হাঁটাচলা, পথে নাওয়া-খাওয়া পথেই জীবন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন