সোমবার, ১৪ জুলাই, ২০১৪

মরুভূমি

মরুভূমি ভাবে মেঘ যদি বৃষ্টি হয়ে
রসে টলমল করে তোলে জীবন
মেঘ বহুকাল আগে হয়েছে মেঘদূত
মরুভূমির আশা কুহক, বাস্তবস্বপ্ন অনেক দূর
তবু উঠেছে ঝড় মরুভূমির মনে
মেঘ তখনো বিদিশার বনে
মরুভূমি আশা ছাড়েনি, চাষ করেছে ভাষা

`মেঘ এতোটা খারাপ না,খারাপ তবে এতটা না '

আমি শুনে হাসি ভুলের জোয়ারে ভাসি
বলি,
এরই নাম প্রেম, ভালো বাসাবাসি
মন্দ নয়, তবে ভালো না
মেঘের জন্য তুমি বাসি ফুল,
আমি ভূতের রাজা ভুল
আফসোস!  আফসোস!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন