মরে যাওয়া এক ধরনের বেঁচে যাওয়া কিন্তু বেঁচে থাকা নয়। বেঁচে থেকে মরে যাওয়ার চেয়ে মরে গিয়ে বেঁচে থাকা নান্দনিক। কিন্তু মীর জাফরও বেঁচে আছে, আলেকজান্ডারও বেঁচে আছে। আসলে কে বেঁচে আছে?
আলেকজান্ডারের বেঁচে থাকার মানদণ্ড মীরজাফর সম্প্রদায়। পরোক্ষভাবে মীরজাফরেরা আলেকজান্ডারের সাহসী, সততার সত্তাকে সত্যায়িত করে থাকে। তাই বেঁচে থাকার সাবলিল জায়গায় মীর জাফর প্রাসঙ্গিকভাবে মূখ্য।
তাহলে কে মারা যায়?
অলস শান্তিকামী মধ্যমপন্থা অবলম্বনকারী
এরা গাইও না, বলদও না, মাঝ দিয়া ছেনা
আলেকজান্ডারের বেঁচে থাকার মানদণ্ড মীরজাফর সম্প্রদায়। পরোক্ষভাবে মীরজাফরেরা আলেকজান্ডারের সাহসী, সততার সত্তাকে সত্যায়িত করে থাকে। তাই বেঁচে থাকার সাবলিল জায়গায় মীর জাফর প্রাসঙ্গিকভাবে মূখ্য।
তাহলে কে মারা যায়?
অলস শান্তিকামী মধ্যমপন্থা অবলম্বনকারী
এরা গাইও না, বলদও না, মাঝ দিয়া ছেনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন