শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬

মেয়েটি

মেয়েটি এই বসন্তের উৎসবমাখা গন্ধে সাঁতার না কেটে একা একটি রুমে বসে হারমোনিয়ামকে বন্ধু করে সুরের বাজারে সওদা করছে। জীবনের যে সুর তা সে জানে না, জীবনের সুরকে বোঝাবে বলে যে নাবিক সংসার নামক গন্ধমূষিক ঘ্রাণে মেয়েটিকে মুগ্ধ করতে চেয়েছিলেন আজ তার মোহ ভেঙে গেছে।

এখন মেয়েটি কোথায় যাবে?

মোহাচ্ছন্ন নাবিকের মোহকারন এখন অন্য কোনো আকাশ, অন্য কোনো প্রদেশ, পাহাড়ি কন্যার ছলছল করা চোখ, পরিশ্রমী নিতম্বের আস্ফালন।

এখন মেয়েটি কোন সুরে গান বাঁধবে? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন