রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬

নেতা

একটি শক্তিশালী গাছের কখনো খুঁটির প্রয়োজন হয় না। একটি শক্তিশালী শব্দের প্রয়োজন হয় না সম্প্রসারিত বিশেষণ।

নেতা শব্দটি কী দুর্বল হয়ে গেলো? নতুবা কেন নেতার শৌর্য-বীর্য প্রকাশের জন্য রাজপথের লড়াকু সৈনিক, মেধাবী ছাত্র নেতা, তারুণ্যের উচ্ছ্বাস, তুলনাহীন ত্যাগী, হাসান-হোসাইনি প্রভৃতি আজাইরা বিশেষণ ব্যবহার করা হয়?


কোনো শব্দ যখন ইনটেনসিভ কেয়ারে চলে যায় তখন লাইফ সাপোর্ট হিসাবে আজাইরা বিশেষণের আমদানি করেন হাতুড়ে ডাক্তার। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন