বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬

পিছনে এবং সামনে

দৌড়াতে থাকো, দ্রুত দৌড়ঝাঁপ করো
এক পা যদি পিছনে পড়ে যায় -- ট্রেন মিস, বাস মিস, অফিস মিস, উপস্থিতি মিস
 আমি বসে গেছি, খুব করে বসে গেছি নির্ধারিত মধ্যমায়,
তারা বসে গিয়েছিল গুহার ভেতর, বৃক্ষের নিচে, মানুষের ভেতর-- আলো অধুনালুপ্ত বেদনায়
দৌড়াতে থাকো, দ্রুত, আরো দ্রুত, আরো আরো দ্রুত -- এক থেকে একশো মাইল দূরে আমারই মতো একজন মানুষ বসে আছে, বসে আছে জীবনের প্রেরণায়

পেছন আর সামনে এক,
মাঝখানে দৌড়াদৌড়ি, অভিমান অভিঘাতের মেঘ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন