শব্দকে বোরখা পরাতে পারবেন না, নগ্নতাই শব্দের সৌন্দর্য। শব্দ মসজিদ, মন্দির, প্যাগোডার বাসিন্দা নয়, কারন শব্দের প্রার্থনার প্রয়োজন হয় না। শব্দকে আপনি কোনো তকমা দিতে পারবেন না, কারন শব্দ আছাড় খেয়ে খেয়ে বড় হতে থাকে। এক সময় শব্দের এমন বিবর্তন ঘটে যে সে ভুলে যায় তার বংশপরিচয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন