আমরা নিজের প্রয়োজনে কারো নামের আগে বসাতে থাকি অযথা বিশেষণ, প্রয়োজন ফুরিয়ে গেলে কিংবা প্রয়োজনের সম্ভাবনা না থাকলে তখনও বসায় অযথা বিশেষণ। সবই কথার দান হয় পজিটিভ নয় নেগেটিভ।
রাস্তা-ঘাটের ভিক্ষুকও দান পেলে হাত উঠায় আকাশের দিকে, না পেলে মনে মনে গালি দেয় গর্ব করে। আমিও যে টাই-পেন্ট পরা ভিক্ষুক হতে পারি তা অনুধাবনের ক্ষমতা ভিক্ষুকের নেই।
রাস্তা-ঘাটের ভিক্ষুকও দান পেলে হাত উঠায় আকাশের দিকে, না পেলে মনে মনে গালি দেয় গর্ব করে। আমিও যে টাই-পেন্ট পরা ভিক্ষুক হতে পারি তা অনুধাবনের ক্ষমতা ভিক্ষুকের নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন