একবার বলেছিলাম একটি কথা
গভীর কথা
একবার
একবার শুনেছিলাম একটি কথা
গভীর কথা
একবার
তারপর থেকে তুমি আমি ঝুলে আছি দাড়ির এপার ওপার
আমার চোখে এখনো স্বপ্ন নামে, এখনো ভুলি নাই আমি চাষার ছেলে কৃষি আমার কাজ
নারকেল পাতার ঘ্রানে গানে ঘুমাই, বাতাসে গতর রেখে চোখ রাখি দূরে আজন্ম অজানায়, আবদুল করীম কানে কানে পুকুর পাড়ে বেজে ওঠে বারবার
আমাদের স্বপ্নগুলো সত্যি হয়ে যায়, আমাদের স্বপ্নেরা কখনো মরে না
আমার চোখের ভেতর ঠিক তোমারই চোখের দুর্লভ আল্পনা
গভীর কথা
একবার
একবার শুনেছিলাম একটি কথা
গভীর কথা
একবার
তারপর থেকে তুমি আমি ঝুলে আছি দাড়ির এপার ওপার
আমার চোখে এখনো স্বপ্ন নামে, এখনো ভুলি নাই আমি চাষার ছেলে কৃষি আমার কাজ
নারকেল পাতার ঘ্রানে গানে ঘুমাই, বাতাসে গতর রেখে চোখ রাখি দূরে আজন্ম অজানায়, আবদুল করীম কানে কানে পুকুর পাড়ে বেজে ওঠে বারবার
আমাদের স্বপ্নগুলো সত্যি হয়ে যায়, আমাদের স্বপ্নেরা কখনো মরে না
আমার চোখের ভেতর ঠিক তোমারই চোখের দুর্লভ আল্পনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন