রবিবার, ২ এপ্রিল, ২০১৭

আমিও মানুষ

একটা আড়াল নিয়ে নিলে। ডাকাত যেমন আড়াল নিয়ে থাকে তেমন একটি আড়াল। আজও কোনো ডাকাত দেখিনি। রাতে কোথাও গেলে ডাকাত পড়বে ডাকাত পড়বে এমন একটা ভাবনা ছিল মনে, এখনো আছে।

একটা আড়াল নিয়ে নিলে। ভূতের মতো আড়াল। কতকাল ভূত দেখবো বলে সাধনা করেছি। মাঠের মাঝখানে শুয়ে শুয়ে কাটিয়েছি মধ্য রাত। ভূতের দেখা পেলাম না।

পরী আসবে, দেখা দিবে এমন ভাবনা জীবনে কখনোই ছিল না, তাই এলো। তাও আবার চলে গেল চোখের পেছনে। খুব আড়ালে। একটা আড়াল নিয়ে নিলো।

খুব আড়ালে যেতে যেতে আড়াল এক বিশেষ্যের নাম, আড়াল এক চোরা স্রোতের নাম গভীরে গভীরে।

সিনেমা চলছে। স্ক্রিপ্ট আমার পছন্দ হয়নি জনাব ডিরেক্টর। এতো সার্কাস কার ভালো লাগে? ভোর রাতে আমারও ঘুম ভাঙে, আমিও মানুষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন