এরা কী মানুষ
হাত কান নখের মতো সূর্য দেখা যায়
কারা এরা যারা জোয়ারে জোয়ারে নেমে আসে অভিনয় করে পানসে নদীর তীরে
কুয়াশায় কতিপয় আজাইরা বকবক
কুয়াশায় কতিপয় হেমলক
কুয়াশায় কতিপয় মুখ
শান্ত হবার কিছু নেই, ছিল আছে থাকবে এমন জাতীয় আশা লাইটের পেছন থেকে দেখানোর অভ্যাস
ওফেলিয়ার মৃত্যু সহজে মানুষকে বিশ্বাস করে, আড়ালে গেলে ঠিক শব্দটি অনেকটা বেঠিক
মাঝির শেষ ঠিকানা ফ্রি টিকিটে পাওয়া যেতে পারে, একেবারে ঠিক দুজন হলে, তিনজনের ভেতরে ঘোলাটে হৃদয়
কারা তারা জলের গায়ে হেঁটে চলে আলোকিত হত্যার ভোরে
অনেক মিলিত শোক একজনের এক মুহূর্তের বৃষ্টির সমান নহে, বর্শার মাথায় শীত নামে কালে কালে-- মাটির কাছে মাটি গেলে মানুষ শব্দটি কোথায় থাকে, কোথায় থাকে -- এরা কী মানুষ তবে নখের মতো যাদের হৃদয় মুখ কথা
আলো শেষ হলে চোখ অপেক্ষা করে নীরবতার, দ্বীপের সবপাশে এখন গভীর অন্ধকার
হাত কান নখের মতো সূর্য দেখা যায়
কারা এরা যারা জোয়ারে জোয়ারে নেমে আসে অভিনয় করে পানসে নদীর তীরে
কুয়াশায় কতিপয় আজাইরা বকবক
কুয়াশায় কতিপয় হেমলক
কুয়াশায় কতিপয় মুখ
শান্ত হবার কিছু নেই, ছিল আছে থাকবে এমন জাতীয় আশা লাইটের পেছন থেকে দেখানোর অভ্যাস
ওফেলিয়ার মৃত্যু সহজে মানুষকে বিশ্বাস করে, আড়ালে গেলে ঠিক শব্দটি অনেকটা বেঠিক
মাঝির শেষ ঠিকানা ফ্রি টিকিটে পাওয়া যেতে পারে, একেবারে ঠিক দুজন হলে, তিনজনের ভেতরে ঘোলাটে হৃদয়
কারা তারা জলের গায়ে হেঁটে চলে আলোকিত হত্যার ভোরে
অনেক মিলিত শোক একজনের এক মুহূর্তের বৃষ্টির সমান নহে, বর্শার মাথায় শীত নামে কালে কালে-- মাটির কাছে মাটি গেলে মানুষ শব্দটি কোথায় থাকে, কোথায় থাকে -- এরা কী মানুষ তবে নখের মতো যাদের হৃদয় মুখ কথা
আলো শেষ হলে চোখ অপেক্ষা করে নীরবতার, দ্বীপের সবপাশে এখন গভীর অন্ধকার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন