মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭

চোখ অর্কিড বল

ডানপিট সময় রাবারের তার কাক বসে শরীরে তার বারবার

পাখি বসে বসে স্মৃতির পাপিয়া

চোখ অর্কিড বল গতিতে গতিতে সামনে চলে-- ধরতে গেলে ভয় আরও নিকটে গভীর হলে আরও আরও ভয় প্রানে থরথর, দূরে থাকলেও মানবিক রোগ ধরে আপন করে-- ভাল লাগে না কিচ্ছু ভালো লাগে না, অন্তরের সুর শুকিয়ে যায় বারবার

কাছে গেলে ভয় ভয় দূরে থাকা নয় নয় সমাজ খাঁচা হয়ে হাসে-- জলাতক প্রকৃতি তবে ক্যামনে বাঁচে ক্যামনে বাঁচে

এতো বিপদ সংকেত থাকলে জাহাজ ক্যামনে যাবে সেন্টমার্টিন-- ভাষা ক্যাফে কিংবা ইমাম মামার টিস্টলে বসে দিনাপাত করলে কিছু কথা জমে কানে-- কাজ তো চাই কাজ-- বিভূতি স্বপ্নেরা খেলা করে মনে-- আরও আরও প্রান চাই আরও প্রান

অনেক পাতার নাচ, অনেক নাচের ভাঁজ ঝরে পড়ে মধুমাস উঠোনে-- যা করবে নোভা তা করতে পারে না, যা করবে বলে বলেছিল তাও করেনি, যা করছে তাও বড় কর্তার অফিস আদেশ-- তারা সাপ্লাই করছে হস্তমৈথুন ওয়াজ-- বীর্য আসে না-- রক্তের ধারা আসে ফোঁটায় ফোঁটায়-- মেরুদন্ডের আলপথে আসে ঘামটাম-- ইহাই আমাদের পইঠা কাল-- থামো তবে করতে হবে, করতে হবে তবে থামো, থামতে থামতে গতি জুরাইয়্যা যায়, বীর্যাবাশের আগেই উর্বর ভূমি সবুজ ফসল-- আর কতকাল ইনবক্স ইনবক্স, কাছে আসো চোখে রাখো চোখ ঠোঁটে রাখো যৌবতী সময়, ভুলে যাও সমাজ, জীবন তো একটাই, মরনও জীবনের মতো একক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন