রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭

এস এম সুলতান

ভাবা যায়? একটি লোক ফার্স্ট ইয়ারে সেকেন্ড, সেকেন্ড ইয়ারে ফার্স্ট, থার্ড ইয়ারে ফার্স্ট, তারপরও পড়াশোনা ছেড়ে দিলেন।

কেন?

ভারতবর্ষ ঘুরেফিরে দেখবেন বলে।

আর আমরা! মাশাল্লাহ একটু ভালো রেজাল্টের বাতাস যদি গতরে লাগে তেলের গুদাম মুখে নিয়ে ঘুরি, শিক্ষক যখন মাঠে খেলাধূলা করেন ছাত্র আমি তখন একমাত্র গ্যালারি বানিয়ে একমাত্র হাততালি দিতে থাকি।

আর গোপন রুমে শিক্ষক যদি একবার বলে ফেলেন তোমার তো শিক্ষক হওয়ার বেশ যোগ্যতা আছে তখন তো আনন্দে মরি মরি-- হস্ত পদ স্কন্ধ মাথা বিউটি অর্গান দিতে পারলে যেন মহামান্য দায়িত্বের কিছু অংশ পালন করা হয়।

তবে তারা হয়তো হযরতে চামচা হতে পারে এস এম সুলতান হতে পারে না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন