রবিবার, ২ এপ্রিল, ২০১৭

সৈয়দ আকরম হোসেন

আকরম হোসেন। সৈয়দ আকরম হোসেন। আমাদের সবার শ্রদ্ধেয় শিক্ষক। তিনি ক্লাস নিচ্ছেন। বললেন "আগে একটি উপন্যাস অনেক সময় নিয়ে পড়াতাম আর এখন অনেক উপন্যাস পড়াতে হয় অল্প সময়ে।"

যদিও পড়ানোর স্টাইল বক্তৃতামুখী। মানে টিচার বলবেন ছাত্র শুনবে। ছাত্রদের মুখ বলে কিছু নেই, ছাত্ররা কেবল কান নিয়ে  ক্লাসে জন্মগ্রহন করে। তারপরও মুখটা একটু একটিভ করার চেষ্টা করলাম।

স্যার, একটি উপন্যাস অনে সময় নিয়ে পড়ানো আপনার চরিত্র, তাহলে সিস্টেম কী আপনাকে চরিত্রহীন করে দিচ্ছে?

ক্লাসে অন্ধকার নেমে আসলো। আলোর বিন্দুবলয় নেই। কিছু অন্ধকার সৃষ্টিশীল। এই অন্ধকারটাও  সৃষ্টিশীল বলে মানতে হবে। স্যার জন্ম দিলেন নতুন এক বাক্য " সিস্টেম তোমাকেও চরিত্রহীন করছে এমরানুর রেজা।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন