জুতার কালার এক হলো না
এক হলো না সবুজ গ্রামের বাতাবি সুখ
পালের তালে সকাল সাজে
বৃষ্টি ভেজা বিকাল মুখ
ভীষন ভীষন মনে পড়ে
বৃষ্টি নামে বৃষ্টি নামে আমার ঘরে
তারা কেবল নাচতে জানে হাসতে জানে
খুব রাতে ভোর রাতের সুর বাজে
ফ্যানের তালে বাতাস ভাসে বাহা পথে
শ্যামা লাটিম ঘুরতে জানে ঘুরতে জানে
চেয়ে থাকি আকাশপথে
বাতাসপাখি উড়াল দিলে উড়াল দিলে
এক হলো না সবুজ গ্রামের বাতাবি সুখ
পালের তালে সকাল সাজে
বৃষ্টি ভেজা বিকাল মুখ
ভীষন ভীষন মনে পড়ে
বৃষ্টি নামে বৃষ্টি নামে আমার ঘরে
তারা কেবল নাচতে জানে হাসতে জানে
খুব রাতে ভোর রাতের সুর বাজে
ফ্যানের তালে বাতাস ভাসে বাহা পথে
শ্যামা লাটিম ঘুরতে জানে ঘুরতে জানে
চেয়ে থাকি আকাশপথে
বাতাসপাখি উড়াল দিলে উড়াল দিলে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন