বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬

কত অসীম তুমি তোমায় দেখি না বলে
এই হাতের কাছে অধরা তোমার আকাশ, আকাশের তারা, যৌবন রাতে দেখা যাওয়া চকিত নীহারিকা
তোমার ঠোঁটের রাজপথে জোছনার হেঁটেচলা
একদিন গেলো, দুই দিন গেলো, বর্ষার জলে ভেসে থাকা শাপলা ভুলে গেছে যৌবন জ্বালা
সময়ের স্বরসতী তোমার মন্দিরে এখনো পূজাপ্রেম সাজাই
নীরব দুপুরে সুজন মাঝির গান গাই
বিড়ালপায়ে তুমি কেবল মনমন্দিরে হেঁটে যাও
মার্বেল খেলা শৈশব আমার বারবার ভুলে যাই বারবার ভুলে যাই-- আকাশের পথে বিমানচোখ ভাসতে থাকলে তুমিও সীমানার মতো দেখায় 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন