রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬

আরেক

মেয়েরা সাধারনত তার বাবার মতো ছেলেদের পছন্দ করে, আর ছেলেরা পছন্দ করে মিডিয়ায় প্রচলিত সুন্দরের মতো মেয়েদের। ফলে মেয়েদের সত্যজ্ঞান মনে আর অধিকাংশ ছেলেদের সত্যজ্ঞান চোখে।

আর্থিকভাবে খুব বেশি স্বয়ংসম্পূর্ন না এমন ছেলেমেয়েদের পছন্দের নাম সমাজ। সমাজ যেদিকে পাল তোলে তারা সেই দিকে দৌঁড়াতে থাকে-- তারা জীবনে না পায় গতি না দেখে বাতি।

তবে এখনো মেয়েরা মা হয়ে জন্মগ্রহন করে। ফলে সন্তান ধারনের বিষয়টি তার মাথায় থাকে। সমাজে যদিও পিতা অভিভাবক, অভিভাবকসুলভ মানসিকতা মায়েরই বেশি। মা তো পিতারও অভিভাবক। তাই আর্থিকজ্ঞান মা জাতিরই বেশি থাকে। মেয়েটি অবশ্যই ছেলেটির আর্থিক দিক খুব গুরুত্বসহকারে অবজার্ভ করে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন