শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

ভয়হীন

অনেক কথা বলার ছিল নদীর কিনারে বসে। মাথার উপর থেকে আমাদের কথায় নেমে আসতো কাকভুলা জোছনা। ঝিরিঝিরি ঢেউ বাতাসের সাথে। ঝিরিঝিরি স্বপ্ন আমাদের চোখে। দূর থেকে ভাসান মাঝির ঢেউ কানে সুরের মতো খেলা করে সূর্যবেলার লালিমা হয়ে আস্তেধীরে চলে যেতো কোনো এক নতুন গ্রামে।

জোছনার জলে নৌকা ভাসালে মন্দ হতো না। তীর ভেঙে ভেঙে জল নৌকার সীমানা বাড়াবে। নতুন নদীতে আমরা দুজন। তখন তুমি বাউল গান ধরবে। আর আমি? আমি ওয়াজ করতে থাকবো বাতাসের হাকিকত নিয়ে।

ভাববাদ আর জীবনবাদ আমাদের আলোচ্য বিষয়। ঢেউখেলানো নৌকায় আরও কাছে চলে আসবে তুমি। আরও কাছে, যত কাছে এলে চোখ তার কাজ ভুলে যায়, নাক ভুলে যায় গন্ধ নেয়া, জিব্বার সাথে ব্যস্ত থাকে জিব্বা তত কাছে। কাছে আসলেই রোগের উপশম ঘটে, দেহের কাছে আসলেই পটাশিয়াম লবন মানুষের কাছে উপকারী প্রান।

দেহ থেকে দেহ দূরে থাকলে কথার নৈকট্য গাছের কাঁঠাল। স্বপ্নের কাছে মানুষ সুন্দর বলে সত্যের কাছে বাস্তব। দেহ যখন  ভুলে যায় দেহের ইবাদত প্রেমের কাছে তখন কষ্টেরা আপন। ঠোঁটের কাছে ঠোঁট রেখে দেখো এই অচেনা মানুষটি কত যে আপন, কত যে আপন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন