বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬

অভ্র

এক হাতে কোদাল আর কাস্তে দিয়া পিতার লাহান পুরুষেরা আমগোরে চিনাইছে মা মাটি মার্তিরডম অর্কিড। আমরা দিববি অভিনয় করেছি।

চোরচক্র রেলওয়ে স্টেশনের বাত্তি নিবায় দিছে। আমরা তখনো অভিনয় করছি ভদ্রতার।

কবিরাজ ঘরে আইসক্রিম খেলায় প্রেগন্যান্ট করছে হাজার হাজার রমনী। আমরা তখনো অভিনয় করছি সরল সহজ মানুষের।

সুন্দর এনজিও মার্কা হাসি দিয়ে সরল মানুষের ঘরে নামাইছে শনিবারের জ্বীন আরব দেশের সেই দালাল। আমরা একটু আরাম কইরা কাঠের চেয়ার ছাইরা ইজি চেয়ারে বইছি।

বিদ্বানের নাম লইয়া তিনারা শিশু মনের উপর চালাচ্ছে বুলডুজার। আমরা খোকা ঘুমানোর গান গেয়ে পাড়াকে পাঠাচ্ছি চিন দেশে।

বিদেশের জিকির করতে  করতে ভুলে গেছি স্কুল পালানো সময়ের কথা, ভুলে গেছি হুলার ভেতর ফলাফলি খেলার কথা, আমরা ভুলে গেছি আমাদের কথা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন