সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

কখনো

বহুদিন হয়ে গেলো রাতের ভেতর আঁকি না শস্যফুল, কাঁশবনে পালায় না প্রিয়তমা রাধা, ফুল ফুটে বাহার বাহার, প্রেম নাই প্রেম নাই, প্রথম বিপ্লবী মন তার ভগন্দর বাহানায়, কামঘরের কামিনী ভুলে যায় যতসব প্রতিজ্ঞাগতরাত-- বাজারহিসাব বাজারহিসাব।

সব বাজারি উটের পীঠের মতো দেখায় হৃদয়ের পাহাড়। যাহাদের এতোটুকু হৃদয় আছে বলে মনে হয়, তাহাদের দিকে পীঠ দেখায় এই আমার বাজারি মন।

বাজারে থেকে বাজারি হয়ে গেছি বহু আগে, ক্যালেন্ডারের পাতায় ঝুলে প্রেমিক হৃদয়, প্রয়োজনের ফাঁকে ফাঁকে উঁকি মারে খাবি খাওয়া মাছের সদয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন