একটি জায়গা চেয়েছিলাম
এমন জায়গা যা নিলামে বিক্রি হয় না
একটি সুর শুনতে চেয়েছিলাম
এমন সুর যা বাজারী হয় না
এক কাপ চোখের জল চেয়েছিলাম যা দিয়ে বানানো হবে অর্ধকাপ ফুরফুরে লাল চা
চেয়েছিলাম মানে চাওয়াকে সমর্পিত করা পাওয়ার ভেতর, পাওয়াকে মৌলিক করে তুলা দেনাদের ভেতর
একটি ব্যক্তিগত ডায়রি থাকতেই পারতো যেখানে স্রোত এসে নগ্ন হয়ে যায়, মিলিয়ে দেয় জীবনের সব লেনদেন
অথচ লেনদেন কারেন জালে আটকে গেল, পৃথক এখন চাঁদ আর জোছনা
প্রত্যেকের কাছে প্রত্যেকে তাইতো ব্যক্তিগত ভাবনা
এমন জায়গা যা নিলামে বিক্রি হয় না
একটি সুর শুনতে চেয়েছিলাম
এমন সুর যা বাজারী হয় না
এক কাপ চোখের জল চেয়েছিলাম যা দিয়ে বানানো হবে অর্ধকাপ ফুরফুরে লাল চা
চেয়েছিলাম মানে চাওয়াকে সমর্পিত করা পাওয়ার ভেতর, পাওয়াকে মৌলিক করে তুলা দেনাদের ভেতর
একটি ব্যক্তিগত ডায়রি থাকতেই পারতো যেখানে স্রোত এসে নগ্ন হয়ে যায়, মিলিয়ে দেয় জীবনের সব লেনদেন
অথচ লেনদেন কারেন জালে আটকে গেল, পৃথক এখন চাঁদ আর জোছনা
প্রত্যেকের কাছে প্রত্যেকে তাইতো ব্যক্তিগত ভাবনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন