যখন ঘুমাই তখন শুধুই ঘুমাই
যখন খেলি তখন শুধুই খেলি
যখন পড়ি তখন কেবলই পাঠক
যখন অস্ত্র হাতে তুলি তখন কেবল গুলি চালাই-- লাল, নীল, হলুদ গুলি
আমি যখন তোমাকে দেখি শুধু তোমাকেই দেখি,
কসম খোদার, তোমাকে যেভাবে দেখি কেউ তোমাকে এমন করে দেখে না, এমনকি তুমিও না,
যে মশাটি সময় করে তোমার দেহ থেকে তুলে নেয় রক্ত সেও জানে না তোমার লালায় কীভাবে আমি মানুষ হয়ে উঠি, তোমার বাম চোখে আমার চুম্বন কেমন করে মন্দিরের ঘণ্টা হয়ে যায়।
আমি তোমাকে দেখি একজন মা প্রসব ব্যথায় কাতরাতে কাতরাতে তার সন্তানকে যেমন করে দেখতে চায়। আমি তোমাকে দেখি মাঝ রাতের সেই পাগলটির মতো যে চানকে আগলে রাখতে চায় বুকের দিন্দুকে। আমি তোমাকে দেখি সাগরের তীব্র স্রোতে ভাষা যেখানে নিশ্চুপ।
আমি তোমাকে দেখি দেখার মতো বলার মতো না, বলার মতো না।
যখন খেলি তখন শুধুই খেলি
যখন পড়ি তখন কেবলই পাঠক
যখন অস্ত্র হাতে তুলি তখন কেবল গুলি চালাই-- লাল, নীল, হলুদ গুলি
আমি যখন তোমাকে দেখি শুধু তোমাকেই দেখি,
কসম খোদার, তোমাকে যেভাবে দেখি কেউ তোমাকে এমন করে দেখে না, এমনকি তুমিও না,
যে মশাটি সময় করে তোমার দেহ থেকে তুলে নেয় রক্ত সেও জানে না তোমার লালায় কীভাবে আমি মানুষ হয়ে উঠি, তোমার বাম চোখে আমার চুম্বন কেমন করে মন্দিরের ঘণ্টা হয়ে যায়।
আমি তোমাকে দেখি একজন মা প্রসব ব্যথায় কাতরাতে কাতরাতে তার সন্তানকে যেমন করে দেখতে চায়। আমি তোমাকে দেখি মাঝ রাতের সেই পাগলটির মতো যে চানকে আগলে রাখতে চায় বুকের দিন্দুকে। আমি তোমাকে দেখি সাগরের তীব্র স্রোতে ভাষা যেখানে নিশ্চুপ।
আমি তোমাকে দেখি দেখার মতো বলার মতো না, বলার মতো না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন