রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫



নারীকে প্রথম দর্শনে যতটুকু সুন্দর দেখায় ততটুকু সুন্দর সে নয়, নারীকে প্রথম দর্শনে যতটুকু কুৎসিত দেখায় ততটুকু কুৎসিত সে নয়।



আলোর সঠিক নিচে থাকে বেশ্যা অন্ধকার।



অসীম সাহসী ছোট মশা আমার প্রিয়ার হৃদয়কেও রক্ত ভাবে।



স্বর্গের কোথায় প্রজাপতি নামে একটি মন্দির আছে যেখানে পূজারত অবস্থায় দ্বিতীয়বার মৃত্যুবরণ করা যায়?



অন্ধ আর বোবাদের প্রেম প্রেমের মহাকাব্য--     দৃষ্টিভ্রমহীন, বচন সংকট মুক্ত অনুভূতির মেঘ।



রক্তাক্ত= রক্তের দাগ।
বেদনা= মন বদ করার চিৎকার।



অসংখ্য অসুখ নিয়ে একজন সুখী মানুষ।



ইট হতে গেলে আগুনের সাথে বন্ধুত্ব থাকা আবশ্যক



দরজা খোলা রেখেছি চোরের সুবিধার জন্য নয়, চোরের মতো বের হয়ে যাওয়ার জন্য।

১০

গালির সীমানা প্রাণির পছন্দের সীমানা, ঢেউ জলের স্বপ্ন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন