ভালোবাসতে গিয়ে মানুষ হয়ে ওঠি।
কোনো কালে মানুষ ছিলাম না।
মানুষের জন্য ঘর-সংসার, আদা-মরিচ, পেঁয়াজের ঘাটতি বাজার। বিশ্বায়নের মতো দৃষ্টিভঙ্গির বদল তোমাদের হতে পারে। আমার আপেল গাছের নিচে নিউটন বসা থাকে। কৃষ্ণের বাঁশি আমার ঠোঁটের অলঙ্কার। লিপজেল চামড়ায় আর নিরাপদ বোধ করি না। যে নিরাকার মানুষ আমার হৃদয় কামড়ে রাবার করেছিল তাহার সংবিধান গঙার স্রোতের মতো ভাসমান। আমি তো জলের নিচের এক ঝাঁক চিত্রকল্প স্রোতহীন ভাস্কর্যের মতো স্থির।
কোনো কালে মানুষ ছিলাম না।
মানুষের জন্য ঘর-সংসার, আদা-মরিচ, পেঁয়াজের ঘাটতি বাজার। বিশ্বায়নের মতো দৃষ্টিভঙ্গির বদল তোমাদের হতে পারে। আমার আপেল গাছের নিচে নিউটন বসা থাকে। কৃষ্ণের বাঁশি আমার ঠোঁটের অলঙ্কার। লিপজেল চামড়ায় আর নিরাপদ বোধ করি না। যে নিরাকার মানুষ আমার হৃদয় কামড়ে রাবার করেছিল তাহার সংবিধান গঙার স্রোতের মতো ভাসমান। আমি তো জলের নিচের এক ঝাঁক চিত্রকল্প স্রোতহীন ভাস্কর্যের মতো স্থির।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন