বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫

কার্বনকপি

একটা সময় সুখের সন্ধান করতাম। সুখের সন্ধান করতে করতে ক্লান্ত হয়ে পড়ি। ক্লান্ত শরীরে ছায়ার দিকে দৃষ্টি পড়ে। প্রথমবারের মতো আমারই কার্বনকপির দেখা পাই। অবাক হয়ে দেখি ছায়া আমার ক্লান্ত হয়না। আমার ফটোকপি আমাকে অনুসরণ  করলেও আমার ক্লান্তিকে অনুসরণ করেনা।
আমি থেকে ছায়া কিন্তু  ছায়া থেকে আমি হয়না। ছায়া নাচতে জানে, নাচাইতে জানেনা।
এইভাবে, আরো অনেক উপায়ে আমি আর ছায়া এক তবে আলাদা।
এখন প্রতিদিন আমাকে খুড়ি, আমাকে খুঁজি। অসংখ্য আমির দেখা পাই। আমার ভেতরে একটি ব্লাকহোল, একটি জান্নাতুল ফেরদাউস, একটি হাবিয়া।
কোথায় , কোন পথে যাবো?
ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়ি। তাই খোঁজাখুঁজির ব্যবসা বাদ। এখন কেবল ছায়া হওয়ার পালা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন