ভ্রমণে বের হলে সঙ্গে ব্যাগভর্তি বই থাকতো। এখনো থাকে। এখন আর বই পড়া হয়না। কারন মনভর্তি বউ থাকে। বউটা আমার একমাত্র পাঠ্য বই। প্রতিদিন নতুন সূচি নিয়ে হাজির হয়।
আমি তাকে পাঠ করি। কিন্তু পাঠ্য বই আমার শেষ হয়না।
দুই লাইনের মাঝখানের লাইনটি পড়ি, মাঝখানেই ঘুমিয়ে যাই। ঘুম থেকে জেগে দেখি নিতাইগঞ্জের পথ অনেক দূর, অনেক দূর ....
আমি তাকে পাঠ করি। কিন্তু পাঠ্য বই আমার শেষ হয়না।
দুই লাইনের মাঝখানের লাইনটি পড়ি, মাঝখানেই ঘুমিয়ে যাই। ঘুম থেকে জেগে দেখি নিতাইগঞ্জের পথ অনেক দূর, অনেক দূর ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন