কুকুর কেন ডাকে একবারও ভেবেছি আমি?
তারা তো প্রাজ্ঞ নয়
মনের ভেতর পোষে রাখে স্বার্থের লীলাভূমি
রিক্সা চালক মিলন কাকুর মতো তারাও তো মনের কথা বলে
কত ভালো কথা শুনেছি জীবনে
কত জনকে বেসেছি ভালো সরল প্রাণে
সবাই কেবল কাছে টানে প্রয়োজনে
একমাত্র আমার কাছে আমার কোনো প্রয়োজন নেই, তবলার কাছে আঙুলের যেমন
আমার কাছে আমার কোনো প্রশ্ন নেই, ধূলিকণার সাথে বাতাসের যেমন
আমার কাছে আমার কোনো কৈফিয়ত নেই, নদীর কাছে জলের যেমন
সবাই কেন আমার হয়ে উঠেনা,
আমি কেন হতে পারিনা সবার
আসলে কুকুরের ডাকই সত্য,
অসত্য আমার হাহাকার
তারা তো প্রাজ্ঞ নয়
মনের ভেতর পোষে রাখে স্বার্থের লীলাভূমি
রিক্সা চালক মিলন কাকুর মতো তারাও তো মনের কথা বলে
কত ভালো কথা শুনেছি জীবনে
কত জনকে বেসেছি ভালো সরল প্রাণে
সবাই কেবল কাছে টানে প্রয়োজনে
একমাত্র আমার কাছে আমার কোনো প্রয়োজন নেই, তবলার কাছে আঙুলের যেমন
আমার কাছে আমার কোনো প্রশ্ন নেই, ধূলিকণার সাথে বাতাসের যেমন
আমার কাছে আমার কোনো কৈফিয়ত নেই, নদীর কাছে জলের যেমন
সবাই কেন আমার হয়ে উঠেনা,
আমি কেন হতে পারিনা সবার
আসলে কুকুরের ডাকই সত্য,
অসত্য আমার হাহাকার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন